কান্না গুলো এ শহরে নির্ঘুম চোখে নিংড়ানো,
উদাসী চোখ, অগোছালো চুল এমনকি পরন্ত বিকেলটাও নেই ।
আজকাল লিখতে বসে শব্দরা হারিয়ে যায়,
বেলাশেষে আষাঢ়ে গল্পের মতোই।
লক্ষ করেছি
তোমায় লিখতে বসে থমকে থামি
স্তব্ধতার মাঝে কথোপকথন,
কেমন আছো, কেমন থাকো
কেমন চালাও তোমার জীবন।
আমি লক্ষ করেছি
জীবন এখানে পুরনো বাড়ি
জমে থাকা স্যাঁতসেঁতে শ্যাওলা
আর খসে পরা আস্তরন ।
0 মন্তব্য(গুলি):
Post a Comment